(১)
সুখ তো নাতিশীতোষ্ণই;
উত্তাপে বিচলিত হই অথবা শীতল কোন স্নায়ুযুদ্ধে নিয়ত কাঁপি।
(২)
আবারও না খাওয়া ছেলেরাই শুধু শুধু মার খেল।
ঐ, খাবারে নজর…
আবারও!
বেনিয়াদের বোঝানো গেল না: না-খাওয়ারা চেয়ে থাকলেও
বেনিয়া গতর শুকায় না, ওসব কুসংস্কার।
(৩)
হ্যাঁ, তাকাচ্ছিলাম আমিও
চেয়েছিলাম অযথাই।
মনে মনে কামনাও করেছিলাম: কোমর ও তার
কোন এক অচেনা ঢেউ।
আমি জানতাম: তুমিও ও’রকম ঢেউ তুললে
আমার চোখ আমাকে এক ঝাঁক পায়রার বদলে
বদনামের উড়ন্ত মৃত্যুই দেবে: এটা কোন প্রকৃত লোভ নয়।
(৪)
পথিক ক্লান্ত আজ, বাড়ি ফেরা নিয়ে চিন্তিত; পথ কাকে
কবে-ই-বা দিয়েছিলো থাকতে!
টানা পথে বড়জোর পরে থাকা যায়।
বিবিধ ঘোড়সওয়ার শোন, তোমার ঘোড়াগুলি দ্রুতগামী-
দ্রুতগামী পিঠের ওঠানামা: ‘সাগরের ঢেউ’ যেন।
No Comments