মৃণালিনী,
মা-হারা শিশুরা কেমন করে বাবার কোল খোঁজে,
সেবার বিলেত যেতে যেতে দেখেছিলাম-
লালবাড়ির ঘরে তুমি যখন শুয়ে থাকতে,
হাতপাখার বাতাস,
হোমিও ডাক্তারের ওষুধ, বাচ্চাদের মা ডাক,
কিছুই তোমার ম্লান মুখে আভা এনে দেয়নি।
বড় সাধ করে তোমার নাম রেখেছিলাম, মৃণালিনী।
তোমার অপূর্ব রান্নার সমঝদার,
সাদাসিধে জীবনের গল্পের হতভাগ্য পিয়াসী কবি,
সেদিন থেকেই চলেছিলো একা দীর্ঘদিন, জানো?
মাঝে মাঝে তোমার লেখা চিঠিগুলো পাই!
দেবনাগরী অক্ষরে আমাদের সন্তানদের নাম লেখা।
প্রদীপ নিভে গেলে কেউ যেন বিরক্ত না করে আমায়,
বলেছিলাম, তবুও আমায় দেখে যেতে হয়েছিলো,
আমাদের সন্তানদের চলে যাওয়া।
একরাশ সাদা চুল নিয়ে অনেকের মাঝে,
একদা রবীন্দ্রনাথ জেগে ছিলেন একা-
প্রিয় মৃণালিনী,
তোমার কি মনে আছে,
এই শান্তির নিকেতন ভালোবেসে তুমি-
অতি প্রিয় অলংকার খুলে দিয়ে, ঋণী করেছিলে!
এতো ঋণী করে চলে যাওয়া কেন মৃণালিনী?
Read More >>> Kobi Tonmoy Saha
No Comments