দুঃখিত, মুখোমুখি প্রেমের গল্প শোনাতে পারছি না।
এখন মুখোমুখি শুধুই ডাল—ভাত …
ভুলে গেছি অন্তরঙ্গ সংলাপ।
কেবল জীবনের জন্য হে আমার অবাধ্য মন
জেনে নাও, “জীবন যেখানে যখন যেমন”।
ভালোবাসার কেবল “রোটি, কাপড়া, মাকান”।
মানুষকে ভালোবাসে পাগলে!
কারো কারো স্বপ্ন থাকে নীড় বলে থাকে কিছু
শুনেছি ফেরবার তাড়াও নাকি থাকে!
সকালের নরম রোদ সেই যে নিয়ে গেল যাকে,
গোধূলির লালচে আভায়, তাকে…
ফেরার তাগিদ দিল না মন!
প্রিয়জন জানে, কতোক্ষণ হয়নি ফিরে দেখা!
কেউ কেউ আজীবন প্রিয়জন খোঁজে,
কেউ কেউ নীড়।
হৃদয়ে জমানো স্বপ্নগুলো কখনোই চাপা থাকে না
যদিও স্বপ্ন এখন ক্ষতিকর,
যদিও স্বপ্ন এখন ক্ষতিকর ব্যাকটেরিয়া।
তবুও সমাপ্তির আছে আজন্ম ঋণ,
অতএব, হৃদয়ের যত্ন নিন।
এছাড়াও দেখুন: বালিহাঁস প্রেম
No Comments