অদ্ভুত সুন্দরী তুমি, হঠাৎ
ছুরিতে কাঁচিতে,
খেলা করো।
ময়দানে নয়, জনসভায় নয়, মনে মনে!
অবারিত বাক্যবাণে অনর্গল ধারাভাষ্য দাও,
কেন করো অসহ্য প্রেমের এমন ক্যানভাস?
সূচিকর্ম, ডোমের কারুকাজ
বিবর্ণ যেনো !
জীবনের পথ নাকি চলেছে সবাই, তবু-
কেন কেউ একাল আর সেকাল চেনে না!
তুমি চেনো ? চেনো তুমি, হ্যাঁ?
তবে আর কী ভাষ্য দেবে, মঞ্চে দাঁড়িয়ে একা ?
আমার ছোঁয়ায় জন্মেছে মনে কতোখানি কষ্ট তোমার?
রঙিন মনেই অরুচি যখন, বাকিটুুকু কেন আর
নীল খামে ভরা!
এখন তোমায়, শব পাঠাবো জন্মদিনে;
আমি আসবো না।
আরও পড়ুন – >>> মনি’দা মরে গেলো
No Comments