জীবনের কোনো হিসাব আর অপূর্ণ নেই।
অচঞ্চল, শ্বেতকায় পর্দার মতো যে জীবন,
তারও হিসাব থাকে, সেও তো পূর্ণ নয়!
ভাগফল, ভাগশেষ শূন্য। ভাজ্যটা অলীক শুধু ।
জীবনকে শূণ্যতা দিয়ে ভাগ করা, শূণ্যতাকে
জীবনের সাথে জুড়ে দেওয়া যেমন জোড়নে বাঁধে জোয়ান।
এমন পূর্ণতার ইতিহাস: সে তো বড়ই বিরল!
অর্ধমৃত কেউ পৌঁছেনা বিধাতার কাছে;
সুখীরাই পৌঁছুতে পারে!
একদা তো পিতার কাছেও- প্রশ্ন রেখেছিলাম, “ পিতা, সুখ কি?”
পিতার বিস্ময়, উত্তরহীন চোখ কিছুই বলেনি।
তার সে বিস্ময় ধ্রুবতারার মতোন সত্য ছিলো,
বিধাতার মতো পূর্ণ সত্য যেন।
আরও পড়ুন – >>> হয়তো এতোক্ষণে
No Comments