একটা গোলাকার পাণ্ডুলিপি
লেখার শেষে,
অনেকটা পথ হাঁটার পর
জীবনের যবনিকাপাত হোক।
পথে যেতে যেতে দু’দিন পরে
পা মরে যাবে।
ক’ফোঁটা অশ্রু ছিলো সাথে,
বালুচর জীবনে শেষ সম্বল ছিলো ওইটুকু
এভাবে অসহায় নিঃসম্বল আমি
একদিন নদী তীরে দিকদর্শক হবো।
আমার চিতাজ্বলা শ্মশান
উত্তরে হবে চিহ্নিত চিত্র কোনো।
No Comments