(১)
নিরুত্তাপ রাতে জলন্ত আগুনের কাছে
আমি উত্তাপ কুড়াই;
পতঙ্গ হয়ে আসি মরবার আগে।
আমাকে পতঙ্গ হতে বাধ্য করো না।
অথবা দিনমানে উত্তাপ লোভে
ঘুরে আসি বেদুইন হয়ে মরুর মরীচিকায়।
সেখানে হীমাঙ্কের নীচে নামা রাতও যে আছে,
কেন জানি মনে থাকে না।
ভুলে যাই তুমিও আছো পাশাপাশি সত্য হয়ে।
মরুঝড়, তাঁবুটা কোথায়?
(২)
একটি অবাধ সাঁতার দেবো বলে,
যোদ্ধার রূপে
পেরোতেই পারি প্রশান্ত মহাসাগর।
আত্মায় ওঠে যদি প্রশান্তির ঝড়,
হাসি মুখে ঝাঁপ দেবো মৃত্যুকূপে।
আরও পড়ুন – >>> বিষ
No Comments