জন্মদিনে একটা কলম পেয়েছিল অপু,
ঝর্না কলম, নীলাভ কভারে মোড়া।
কলমটা ফুরিয়ে আসেনি
অন্য আর দশটা কলমের মতো।
অন্য কলমের মতো বাঁকা হয়ে আসেনি নিব।
অনেক লেখার পরও
এক ঝটকায় অনেকটা কালি দিয়ে
কালো করেনি হাত কী খাতা।
কী সুন্দর গোটা গোটা
লেখা দিয়ে মুগ্ধ করেছিলো তাকে!
আনন্দে পেরিয়েছিলো
পরীক্ষার অনেক কঠিন সময়,
প্রিয় কলমের হাত ধরে। অপু ভেবেছিলো,
প্রিয় কলম হাতছাড়া করবে না কক্ষণো,
মরে গেলেও না।
কলমটা ওর বন্ধু ছিল।
চোখেহারা কলমটা ইদানীং
অপু আর খুঁজে পাচ্ছে না কোথাও।
কলমটা ওর– প্রিয় বন্ধু ছিল।
কলমটা ওর– অতি প্রিয় বন্ধু ছিল।
No Comments