অনেক দিনের পর মুছে গেলো স্মৃতি,
ছিঁড়ে গেলো বন্ধন–চিহ্ন সকল।
অনেক দিনের পর শত শত জয়
কোলে নিয়ে, হয়েছো সফল!
পয়ার ছন্দ ঘিরে তোমার গুণগান
বিদ্বান তুমি–জগতের পর!
হাসলাম– প্রাণ খুলে, অনেক দিনের পর।
এখানে আঁধার তাতে কী হলো তোমার?
দেখো খুঁজে আর– নেবে কী।
আঁধারের আলো নিলে হয় লাভ কার?
আলো নিভে গেলো, ঘোচেনি আঁধার।
আমার যুদ্ধ নেই;
কোন নেশা নিয়ে তুমি সাজাও প্রান্তর?
হাসলাম– প্রাণ খুলে অনেক দিনের পর।
আরো জানুন: হুলো বিড়াল রক্ত খোঁজে
No Comments