আমি জানি, ওইখানে, ওই কাঁটা ঝোপটার পাশে
এখনও বসন্ত আসে, এখনও যুবক মুখোমুখি বসে– স্বপ্নই দেখে।
একে একে পথিকেরা চলে যায় উন্মুক্ত সভ্যতার দিকে।
ওরা ভাবে এইতো আড়াল,
এভাবেই যদি যায় যাক না সময়,
প্রহরের কে কবে মেনেছে বার্তা।
আমি জানি ওইখানে বসে আছে সাদাটে কপত,
আঁধারে, কালোতে, হুলো বিড়াল রক্তই খোঁজে।
কপতের অদর্শনে হুলোও নায়ক হলে
আমিই হতাম রাজা! এই ভেবে
ওরা আমাদের ছেড়ে চলেছিলো শেষ যাত্রায়।
আরো পড়ুন: ঘাসফুল খোঁজো গঙ্গাফড়িং
No Comments