আমার কোনো-চক নেই! ডাষ্টার নেই! ব্লাকবোর্ডে আর আমি লিখি না! স্কুল নেই, ক্লাস নেই! সকালের ঠান্ডা রোদে আর আমার এসেম্বলি নেই! যখন আমি বুকে নিয়ে নতুন কিশলয় অ, আ, ক, খ শেখাতাম- এই তোমরাই-তোমরাই তো বলেছিলে, ‘ভরপেট-বিদ্যে কি জলে গুলে খাওয়ালি-রে হতচ্ছাড়া?’ আমার বাজারের ব্যাগে ইলিশ ওঠেনি তখন। তবু লাল কালো বাইসাইকেলে ইলিশের ঝাঁক নয় দিব্য সে কচিমুখ দেবশিশুগন: পাড়ি…