বোধ ফেরিওয়ালাদের মূল্যবোধ মূল্যবোধ গল্পগুচ্ছ প্রায় নিয়ম করেই রোজ তিনি পড়ে শোনান। তিনি মানে, বলছি আমার গুরুর কথা। আজও শোনাচ্ছিলেন। যাত্রা হচ্ছে, যাত্রা হচ্ছে, নবাবী বয়ান, – রে, রে, ‘মীরজাফর’ আজি তোর হইবে বিচার। – হুজুর, আমি! আমি ‘মীরজাফর! আমি! – হ্যাঁ, তুই, নরাধম তুই, তুই-ই করেছিস আদেশ অমান্য আমার, আমার বাথান বিয়োগ করে যোগ দিস্ বিরোধীর পালে। স্পর্ধা, স্পর্ধা,…