ব্যাগ পাতুন স্যার, সাড়ে নয় টাকা দরে দুই কেজি কবিতা মোট উনিশ টাকা চার টাকা ডিসকাউন্টে পনেরো টাকা মাত্র! আসবেন স্যার; জীবনবোধ, ব্যঙ্গ বিদ্রুপ, দেশাত্মবোধক, মমতাময়ী, বিদ্রোহী: সকল রকম ছড়া, পদ্য, মিল-অমিল সব নগণ্য মূল্যে দেবো! আমরা কবির দল অচল মালের দোকান খুলে অপেক্ষায় আছি ভালো না হলে আমার গাল আর আপনার জুতো আরো জানুন: সাংসারিক এছাড়াও দেখুন