নিস্তব্ধ রাত্রির খোলসখানি ভেঙ্গে জোয়ারের পর্বতমালা আঁধারের গ্রাস হয়ে গেছে। পৃথিবীর আঁধার থেকে উত্থিত জীবন রক্ত সাগরে নামে অজেয় মহিমায়! নদীরা পাদস্পর্শে ছোটে, স্তন বরাবর কুয়াশায় ঢাকা তার মাথা জেগে আছে পৃথিবী ফুঁড়ে! উন্নত যারা তারা বলেছিলেন বজ্রনিনাদের মতো কণ্ঠস্বরে; সমুল আন্দোলন! এরই জন্য কি? এমনই কিছু পূর্বজ রাতে! বাতাস পূর্বমুখী। দখিনে ফেরাবে মুখ! নাকের গহ্বরে ভিড় করে দুর্গন্ধ শবের।…