বয়েসী বাতে গিঁটে গিঁটে ব্যথা ধরে গেছে। আজন্ম দৌড় ঝাঁপে, শিশুর কোমর আজ রসবাতে টসটসে । এসো না কোমর টিপে দিই, বুকের পাঁজর গুনি এসো না শরীর ঘেঁটে দিই বলিষ্ট বাহুর পেষণে। এ সকল এখন আর নবাগত শীলহানি নয়। এ সকল এখন আর অপবাদের উৎস-ও নয়। এ সকল গেঁটে বাত, আমবাত, রসবাতে– উপশম। তোমার-ও-তো গিঁটে গিঁটে বাত ধরে গেছে, আমারও…