আমি এক ভালো জীবন চেয়েছিলাম, ঈর্ষায়, সংশয়ে দোলা কোনো দ্বিমুখী জীবন চাইনি। উন্মত্ত ঝোড়ো আবেগ অথবা দেয়ালে ঠেকা গতিহীন পিঠ নিয়ে বয়ে চলা জীবন, কোনো ভালো-জীবনের উদাহরণ নয়। এমন একটি জীবন চেয়েছিলাম আমি যেখানে স্বাধীনতা অঙ্কুশময় নয়, অস্তিত্বহীন নয়, নির্লিপ্ত নয়, ভালোবাসা কোনো স্থবিরতাকেই প্রশয় দিয়ে বুনো নেংটো নৃত্য করায় না। এমন এক জীবন আমি চেয়েছিলাম কোনো ক্ষেদ, নির্বোধের পাগলামী,…