ঠাকুরদা ক’ন, “কে গো, যত্ন করে, ভাঙছো কাঁসার বাসন? দাদুভাই, কে ও, কে ও ঘরে?” আমি বললাম রাগে এবং লজ্জায়, ভীষ্ম দাদু এখন শরের শয্যায়, “কেন দাদু, চেনো নাকি? ও যে তোমার আপন ঘরের আপন নাতির বউ।” “ওই দেখো, আমি ভাবলাম পর কেউ, অহ্ নাত-বউ। এইতো সেদিন আদুরে বৌভাতে, বেড়ে দিল কত যতন ঘি, মাথার ঘোমটা খুলছিলো না সে মোটেই,…