বোলতার কোনো অধিকার নেই কার্নিশ অথবা ঘুলঘুলিতে বাসা বাঁধার! মৌমাছি হলেও নাহয়, কিছুদিন পুষলেও পুষে রাখা যেতো! সাহেবের বাগান বাড়িতে মৌমাছি কোনোমতে মানালেও মানিয়ে যেতে পারে; বোলতা মানাবে না! তাছাড়া- বোলতার বৌ, বোলতার ছেলে আদোতেও বুলেটের রক্তের কেউ নয়! ‘বাদাবনের মৌয়াল’, তার কাছে ধুনো জ্বালাবার ট্রেনিং নিয়ে, রাজপথে বিকৃত পিকেটারের দেখাদেখি গ্রনেড ছুঁড়ে; অকারন অভিমানে হতাশায় গায়ে আগুন দিয়ে মরেছে…