আজকাল, আর কেউ ঘরে ফেরে না । মাঝ পুকুরের পর, চলে যাওয়া, ফিরে আসা: কিইবা তফাৎ? কতোরকম শেকড় থাকে! পুরনো শেকড় ছেঁড়া অবসরে, গজাবে সে নতুন শেকড়। আফ্রোদিতি, তুমিই কি জানতে, এই তুমি, আর আমায় চিনেও চিনবে না, অথবা আমাদের বলে কোনো শব্দ, থাকবে না! জেনো হেপাইসটাস কুশলেই আছে, ভালো আছে, তবু হেপাইসটাস মাঝে মাঝে নিরর্থক দুঃখ বিলাস ভালোবাসে। মিছেই…