যার কাঁদার তাকে আর কি দিয়ে প্রবোধ দেবো? অনন্ত দুঃখ তাড়া করে পরাজিত হয়ে মালা পরে সম্রাট হলাম যে, কাঁদবো না বল, তাও কি হয়? একদিন ঠিক করলাম অনেক তো হলো- ভাবলাম, ভাবতে ভাবতে সন্ধ্যে সকাল হলো; প্রিয় মুখগুলো ভেসে এলো রেটিনায়। অবশ্য, সে সকল মুখগুলো আমাকে তাদের প্রিয় বলেনি কখনো; এটা লেখা থাক ব্যর্থতার খতিয়ানে। ভালোলাগাগুলো গোনো, খাতার যে…