সাগর, তোমার চোখে জল! মুছে ফেলো, ধারা ? হৃদয়ের মতো সুবিশাল জলাধার বুকে নিয়ে, কান্না তোমায় মানায় না। দেখোনি অতৃপ্ত হৃদয়গুলো দুমড়ে গেলেও দমে না, তুমি তো তেমনি সাগর, ডুকরে কেন কাঁদো ? পুরুষ কাঁদে না। বুক চিরে প্রতিদিনই টকটকে লাল রঙা সূর্যটা ওঠে। তোমার বাসনা, তুমি তাকে কখন-ই ডুবতে দেবে না! লালটিপ–আছে ও হারায়। তোমার তো লোনা জলও আছে,…