তোমার আঁচল তোমারই, ওখানে এখন বিরক্ত মেজাজ বেঁধেছে বাসা। দিন শেষে গোধূলির বিশ্রাম ঠিকানা ছিলো, তোমার আঁচল। ঠিক আছে, গোধূলির ধূলিকে বলে দেবো এখানে এসো না আর, এখানে এখন অন্য কেউ মুখ লুকায়। আশা তোমার মজেছে প্রতারক প্রেমে, মরেছে ক্ষণজন্মা ভালোবাসা ক্যান্সারে। তোমার আঁচল তোমারই, তোমার মগজ অন্যকারো। আরো পড়ুন: ছেলেটা বললো মেয়েটা বললো বিজ্ঞাপন