ভলুয়ার বনে বুনো-বুনো কতো কাক! তীরচোখা প্রেমকাটা কারা যেনো গুঁজে দিলো! তুমিও দেখোনি কা’রা, আমিও দেখিনি কিছু! নাভীমূলে কী জানি কে জপ করে গেলো, তারপর পাগলিরও ছেলে হলো! অনাথের ভীরু ভীরু গলা: নাগালেই ছিলো; অনুমানে, অনায়াসে কাটা গেলো! পাগলিকে যারা যারা মাথা মুড়ে ঘোল ঢেলে নগরের বা’র ছেড়ে এলো, তারা তারা বাহবাও পেলো! তারপরও পাগলির… তারপরও ফি বছর ছেলে হয়,…