চোখ মোছা শেষ হলে বলো, ওটুকু সময় তুমি চাইলেই পেতে পারো ধার। এর চেয়ে বেশী? দুঃখ অপার? অতোখানি সাগর যে সাথে নেই! নেই হাতে অতোটা সময়। মনে আজ গতিহীন যুগ? চেয়ে দেখো হয়ে গেছি শামুকের ছায়া! তব্ওু চুলের রঙ থেমে নেই! গুটানো হাতের ভাঁজে বুকে চেপে ধরেছিলে সুকঠিন হাত। হাত দু’টো খুব বেশী চেপে আর রেখো না; তিলে তিলে হাড়ের…