জানো কি, কতোটা তৃষ্ণার্ত আমি? মরুর বুকে মেরুর পিপাসা নিয়ে দাঁড়িয়ে আছি, খোলো দ্বার বন্ধু আমার। বুকভরা নেশার পানীয় চাতক পিয়াসী তার বিন্দু কয়েক। দু’ফোঁটা দিলে ক’ফোঁটার হয় হ্রাস? আদি মানবের ধারায় জেগেছে ব্রোঞ্জীয় সন্ত্রাস, বিক্ষুব্ধ পিয়াস সবটুকু গ্রাস করার আগেই; একটু একটু করে সবটুকু অধিকার করার আগেই মধ্যস্থতা করো। দ্বার খোলো বন্ধু আমার। Download PDF বিজ্ঞাপন