সত্যি সত্যি একদিন কাউকেই চাইবো না পাশে। অনেকটা পথ পাড়ি দিয়ে প্রবাল দ্বীপে বিষল্য করবীর লতা খুঁজতে যাবো একাই। পথের বাঁকে আড়চোখে, দেখবো না কখনো। অবসাদ এলে কাউকেই বলবো না গান গাও। অফুরন্ত অবসর পেলেও চাইবো না কোনো প্রেয়সীর ছোঁয়া, সত্যি সত্যি একদিন… ঘুমন্ত চোখ থেকে নিংড়ে নিয়ে ঘুম ছুঁড়ে দেবো পৃথিবীর দিকে, স্বপ্নেও, কড়া নেড়ে বলবো না আর খোল…