বনলতা কখনই যুদ্ধ যেতেনি; আবারো জীবনকবি ওর হয়ে যুদ্ধে নেমেছেন। চাঁদ তার রুটি হয়ে আবারো ঝলসে গেছে। আবারো ঝলসে গেছে সুকান্ত প্রেম। কবিতায় কতদূর হেঁটে যাওয়া যায়? কতদূর হেঁটে গেলে একটা একটা করে রুটিগুলো ছেড়ে চলে যায়! সেই শোক ভুলে যেতে হয়তোবা একদিন বনলতা সেন দিয়েছিল শান্তির ছোঁয়া! মন আজো সেই লোভে মজে আছে! তারমানে এই নয় বনলতা হাত ধরে…