পুকুর সেঁচে আমোদের মাছ-ধরা হলে মাখোমাখো অনেক মানুষ একসাথে কাদায় নামেন। বেড়াজালে বেড়া দেয়া হয়; মাঝে তার লক্ষ মাছের লম্ফ এখানে থামে। থামে মাছ ও মানুষ। পোকার মতন কিলবিলে মাছেদের ঝাঁক, কাদার খলবল, মানুষের কোলাহল, কোলাহল ডানে-বামে- আধুনিক কাদা সেঁচা মেশিনের ঘর: রাতভর যন্ত্রণা-সেঁচা কাদা জমে যায়- সব মাছ ধরা হয় না। সব মাছ ধরে না মিছিল। কিছু মাছ হাড়িতেও…