কাউকেই ভালোবাসি না আমি ভালোবাসা এখন নিষিদ্ধ পতিতা পল্লীর ভাত… কেনাবেচার হাটে তুলে পুরুষাঙ্গ পসরায় সাজিয়ে পৌরুষ, ফাঁদপাতাটাই শুধু বাকি । এ ধরনের ভালোবাসায় জন্মান্তরের ধিক্কার। কখনো সুন্দর দেখিনি, কখনো ছবি আঁকিনি ভুলের । কোনো নিশিকন্যা যেমন ছবি আঁকে না, রাত্রি জাগরণ শেষে কখনো-সখনো বয়ে নেয় পাপ অনুরূপ তোমার স্মৃতিও আমি: কখনোই ভালোবাসিনি। হেঁটে হেঁটে ঘরে ফিরি, বড্ড অনিচ্ছায়, স্বভাবে…