সাত আসমান হাঁটি চার পায় তবু মেলে না মজুরি ‘আটাশ পা’, আমার হাল বাওয়া– জোদ্দারের ধান, আর এক পা গেলেই মিলবে মোহর! একদিন অন্ধ ষাঁড় তাকায়, হিসাবের খেরোখাতায় হালখাতার হয় প্রয়োজন। আটাশ পায়ের পদধূলি, গোধূলি এলেই হবে, সমাপন। দু’মুঠো ঘাসের জন্য বিরান মাঠ বলেছিলো, “খুঁজে নাও, তোমার জমানো খড়।” বলেছিলো মনিব, “জমা আছে হকের আমানত, জমা আছে সম্পদ।” চাই গোধূলির…