অমলটা কবি বলে, তাকে আজ আসতে বারণ করে দিলাম। ওর বলা কথার বেশিরভাগই বুঝি না আমি। ওর লেখা কবিতার মতো মানুষেরও নাকি নানান পরিচয়! বক্তব্যেও নাকি আছে কবিতার মতো দ্যোতনা, ব্যঞ্জনা, গভীরতা এইসব হাবিজাবি! দায় ঠেকেছে! অভিধান খুলে, তোর লেখা কবিতাগুলো বুঝতে। বোধ-টোধ, হিজিবিজি কী-কী নাকি আছে কবিতায়! কবিতা নামের এক ক্লাসমেট ছিল, একই রকম ভূত ছিল ওর-ও মাথায়। ভূত…