খেতে বসলেই, বাচ্চাদের আব্দারের শেষ থাকে না। সাধারণত বাচ্চাদের মধ্যে সেই বাচ্চাটাই মুরগীর মগজটা, কলিজাটা খাওয়ার বায়না ধরে, যেটা খুব ভালো করেই জানে, আজ মগজ কী কলিজা কোনোটাই রান্না হয়নি। -মগজ কই, মগজ খাবো। -মগজ নেই, মগজ ফ্রিজে। বাচ্চারা শুধু মগজ খায়। বড়রা মাথা মগজ একসাথে খায়। বাচ্চারা শক্ত হাড় চিবাতে পারে না, বড়রা শক্ত হাড় অনায়াসে চিবাতে পারেন। -না…