সাধু বেনিয়ার, সাধু সন্ন্যাসীর। বণিকের নিতে নেই সন্ন্যাস। সত্তায় গীত হয় আলাদা স্তুতি কোনো। সন্ন্যাসী দাতা, তিনি বলবেন: কী করে বিপদে স্থির, অসম্ভব অস্থির সময়ে ধৈর্য্যশীল, শুধু সম্ভোগে নয় দুর্ভিক্ষেও কী করে কুম্ভক করা যায়, কীভাবে আত্মা পাবে মরণশীল পৃথিবীর ইতিহাসে অমরত্বের আস্বাদ এবং তিনি তা প্রকৃতই জানেন। বেনিয়া জানেন: কোন পণ্যটির দাম কত, পার্থিব কোন সমৃদ্ধি কতটা দামি, সম্ভোগ…