বকুল বর্ষা হোক তোমার খোঁপায়। বয়সী ফুলের মালা হোক বাসি জেগে থাকা রাতে। ফেরাবার তাড়া থাক প্রভাতের আগে। অহনার অজ্ঞাতে কালের করাল স্রোতে কারো কারো নেশা থাক নীড় হারাবার। কারো নামে এলোচুল বাঁধা থাক ফুলের ফিতায়। দিকে দিকে প্রভাতের লাল আলো আভা হোক। কোনো এক রাতের গভীরে প্রাণ-খুলে ছুঁয়ে যাক প্রাণ। হাসিমুখে হাতে হাতে বিরহী উঠান বাসরের পথ এঁকে দিক।…