আমার দুয়ারে এসে দিয়ে গেল নিমন্ত্রণ। ‘দাদাবাবু, চিঠি!’ আমি বললাম, ‘একটু বসে যাও কমল।’ চিঠিওয়ালা, চিঠি এলেই আসে; কখনোই বসে না। দুচাকার সাইকেলের সিটটি ছাড়া কমলের যেন কোথাও আর বসতে নেই। খামখানা খুললাম। অতি পরিচিত লাইন। চিঠিতে লেখা ‘ওঁ গঙ্গা’। কে আবার পৃথিবী ছেড়ে গেল! হতে পারে পরিচিত; হতে পারে, নয়। ‘দিব্যান লোকান্ স্বগচ্ছতু’ তিনি দিব্যলোকে গমন করুন। কিছুক্ষণ আগে…