অনেক শবের পর কবিতা স্নাতক। মানিক সে হারানো কবির। ভরা পূর্ণিমায় আলোকিত সোনালি চাদর- আভরণে অমানিশা ঢেকে যায়। থামে না বিজয়, যদিও ভরপুর শূন্যতায় পায়ে পায়ে শব হাঁটে। প্রভাত ফেরির গান একদিন দূরে ভেসে যায়- উঁচু উঁচু পথও ডিঙোয়, যত উঁচু নয় হিমালয়। নিষ্প্রাণ, মরণ সাগরে ডুবে কখনোই ফেননিভ হয়ে ওঠা হয় না। কখনোই উত্তাল হয়ে ওঠা হয় না শবের।…