জেনেছি আমিও, অধিকাংশ পয়ার তোমারও ভালো লাগে। দেখো, ছন্দে ছন্দে লেখা কয়েকটি লাইন অন্তে কেমন মিলছে… কখনো মধ্যে, কখনো মাঝে মধ্যে, কখনো নিদৃষ্ট তালে তালে নয়: মিলছে তব্ওু! মনে মিলছে, দেহে ও রীতিতে: মিলছে? আহা! চতুর্থ মাত্রায়ও কেবল মিল এবং মিল! শতশত হরবোলা পাখি অনেকের মতো নামে ও বেনামে ডাকে, একান্ত নিজস্ব নাম তুলে রাখে, অনেকের মতো। নিজস্ব ভাষাও এইখানে…