জলরাশির অতল বুকে ভাসছি কেবল। লোকালয়ের বাতিগুলো যেন জোনাকি পোকা, ওরা কি ছড়ায় উত্তাপ ? এখন উত্তাপ আর আলোর সাথে সখ্যতা প্রয়োজন। এ আয়োজন শীতের ইলশেগুঁড়ি মাথায় অতলে ভাসার; মাথা রেখে প্রকৃিতর কোলে প্রশান্তির আশ্বাসে। জীবনের আস্বাদ নোনাজলে মিঠে করে নিতে। ক্লান্ত কি কবি ? চোখ আর মন বলছে কি দু’রকম? আপাততঃ বাদাবনের মুগ্ধতায় মগ্ন কবি, রাতের স্নিগ্ধ নিস্তব্ধতা সাথী…