অদৃষ্টের শ্বেতপতাকা ওড়ার ইঙ্গিতে, অর্ধমৃতের গোঙানিতে, মুখরিত বাতাস তবু যুদ্ধ ডমরু ব্যঞ্জনে, ক্লান্তি নেই। অবধারিত মৃত্যুর দূত সদলবলে ছুটে আসে। এখানে ওখানে দিলেও ছোবল, অদৃষ্টের কাছে শ্বেত কোন পতাকাই নেই। নামুক মুক্ত ধবল পায়রাগুলো অদৃষ্টের ক্ষেতে। কেন তরিঘরি করে যুদ্ধ শেষের, কোনো কামনাই নেই? অদৃষ্টের ধান কালো পায়রার দান, কেন তার শ্বেতরঙা, কোনো পায়রাই নেই? অদৃশ্য আকাশ, কালো মেঘেরাও ওড়ে,…