রঙমাখা চশমাটা ছুয়েছে বলেই আশাঘেরা ভবিষ্যৎ লুকিয়েছে মনে, সুখের স্বপ্ন ঘেরা অফুরন্ত দিন, সমাপ্তির পথে ক্ষণে ক্ষণে এগোয়, দ্বীপ নিভে আসে । আশার বসতি ঘেরা স্বপ্ন পাহাড় সুখ নাম দিয়েছি যারে, সুখের স্বপ্নগুলো জেগে আছে চোখের আড়ালে আজও। রঙিন চশমা চোখে, পাহাড়টা যেনো ছিমছাম সমতল ভূমি, একলাফে পেড়োবার মনে জাগে সাধ। সম্মুখে সাগরের ঢেউ উম্মাদ। যদি চাও দিতে তুমি জীবন…