যে প্রিয় ফুসফুসে তোমার গায়ের সুগন্ধ ভরে দিতে পারিনি, সেখানে কেনো রাখবো শ্লেষা, বদরক্ত আর জমা পুঁজ। আমি আমার ফুসফুস ফেরত চাই। এখনো আমার নিঃশব্দে মরার স্বাধীনতা বিক্রি করিনি। অনার্য শব্দ করে কেনো আমায় বিবাগী বানাও? আমার হৃদয় বেদনা হলে এখনো থু করে ছুড়ে দিতে পারি, এসকল গলায় দরদ দিয়ে কী বোঝাও? আমি আমার ফুসফুস ফেরত চাই। আমি কোনো তুচ্ছ…