একদিন ম্যান্ডোলিন চেপেছিল তুলতুলে গালে। বরাবর হাতের আঙুলগুলো আলতো বুলিয়ে দিলেই কেঁপে ওঠে ম্যান্ডোলিন! সুর বেয়ে নেমে আসে ওহাইওপাইল। দূরন্ত স্রোত… ‘ওর কথা এদ্দিন আমিও ভুলেই ছিলাম’-খবরের এ রকম শিরোনামে হোক বাতাসেরও পীড়ন নাহয়! (যেহেতু আমার শোক ধাবমান! বহমান! উফ্!) এ জন্মে আমার আর ‘গিটার’ হওয়া হলো না! জানিস ম্যান্ডোলিন, ‘জলপাই সবুজ রঙের মেয়েটাও ঠিক যেন জলপ্রপাত!’ Download PDF বিজ্ঞাপন