সব পায়ে প্রণাম করতে নেই, ছুঁতে নেই যে কোনো হৃদয়, অকাতরে দিতে নেই পাদস্পর্শের অধিকার– ওতে পাপ হয়। দিনমান পদাঘাত শেষে অশ্রুহীন কথিত ফন্তুনদীর মতো চোখে, মরাকান্নায় মেতে, যে কোনো ফুলের মালা দিয়ো না আমার চিত্রপটে। ওতে শ্রদ্ধার শেষকৃত্য আমার, অপবিজ্ঞাপনের ছোঁয়ায় অপবিত্র করা হয়। আমি ক্লান্ত হয়ে পড়ি দূর্গন্ধে। আরও পড়ুন – >>> রঙ