খোলা প্রান্তর, উন্মুক্ত আকাশ, এক ঝাঁক তারা, একজন অর্জুন, সময়ের তীর ঘেঁষে এসে গেছে যৌবন দ্বারে। যুদ্ধ শঙ্খনাদে যে যুবক আন্দোলিত, সেই শুধু শোনে ডাকছে যুদ্ধভূমি, নির্ধারিত সময়ের আগে অজুর্ন গাণ্ডিব ছোঁবে না, উপযুক্ত সময়ের আছে সে প্রতিক্ষায়। অর্জুন হৃদয় হন্তারক নয়। এমন হৃদয় মন্দিরও হতে পারে। একদিন অন্তহীন অপমানে, হৃদয় ‘প্রিয় গাণ্ডিব ’ ছুঁয়েছিলো। বলেছিলো, “অর্জুন তুমি, নিয়মিত ছোঁও তো…