Tag

অবসরে যেমন ছিলাম

অবসরে যেমন ছিলাম

টুকরো স্বপ্ন জুঁড়ে অনাহুত মেঘ ভেসে এলো। কখনো কি এমন আঁষাঢ় দেখেছি আমি, দেখেছি কি উন্মুখ আঁধারের রূপ? এক ফালি যৌবন কেঁদে গেলো সময়ের পায়ে ধরে, বিলোতে বিলোতে শেষে তুলে রাখা অন্নভোগ খেয়ে গেলো শেয়াল কুকরে। আমি কি পেয়েছি সেই আগ্রহী সুখ? জীবনটা হয়ে গেছে আটপৌরে শাড়ি, আনকোরা শাড়ি চাই কিনা কই কখনো তো করোনি জিজ্ঞাসা? তেমন কোনো ভালোলাগা দোলায়…

error: Content is protected !!