এখনো তোমার চাঁদ ওঠেনি গাছের মাথায়। গলে গলে এক ঝাঁক পাখি হয়ে নামেনি আড়ালে, একবারও জোৎস্নার মতো ডাকেনি আনমনে। একমনে একবারও করেনি আলিঙ্গন, স্বেচ্ছায়- কেউ এসে সযতনে ঘোমটা সরালে ময়ুর নাচেনি মেঘভরা বরষায় মনের ভেতর; বনে বনে ডাকেনি তো ডাহুক তোমার… তুমি মন নিয়ে হৃদয়ের বাইরে দাঁড়ালে- ধুলায় লুটানো প্রেম, হারালে কোথায়? এখনো জ্বলেনি দ্বীপ জীবনের শাখায় শাখায়। আরও পড়ুন…