অন্ধ চোখে বন্দী শিবির ঘরের মাঝে ঘর, কোথায় যেন দেখেছিলাম… আলোর মাঝে পর। জ্যোতির মাঝে জ্যোতির্ময়ের পুতুল পুতুল খেলা, হারিয়ে ফেলে খঁজেও পেলে আবার অবহেলা! এসো প্রতীম ভুলে যেয়ে আদি থেকে অন্ত মনের মাঝে পুষে রাখা বেকার ষড়যন্ত্র, আলোর খোঁজে চক্ষুবঁজে বলছো আমি অন্ধ আমার জন্য জ্যোতির্ময়ের সকল দুয়ার বন্ধ! কেমন কথা? হিমালয়ের বরফ গলে, গলতে গলতে জল জলের মাঝে…