বলছি শোনো, বলবোই, বলবো অকপট সত্যের নগরে দাঁড়িয়ে জীবন ও মৃত্যুর ওপারে যেয়েও, বলবোই, “আমরা স্বার্থপর হয়ে গেছি। একলা খেতে চাই, একলা প্রচ্ছদে একলা ব্যানারে, একলা আমোদে, একা সংবর্ধিত হতে চাই।” আমি ধিক্কার দিই। ভাবনাগুলো, বিছুটি পাতার মতো– চুলকায়, মাথা থেকে পা পর্যন্ত জাগে বিরক্তিকর অ্যালার্জি। আমি আন্দোলিত হই তীব্র ঘৃণায়। বলবোই, কিছুসংখ্যক পক্ষাঘাতগ্রস্ত মানুষ অকারণ দলাদলি করে, আপনকে পর…