হয়তো এতোক্ষণে খুব জোর বৃষ্টির পর আবারো মেঘময়ী- আকাশকে ছুঁয়ে আছে- ওইখানে কতোশত তারাদের মাঝে, সপ্তর্শীম-লের সবচেয়ে বুড়ো তারাটার নাতনি হয়েছো হয়তো! হয়তোবা, তার সাথে পার্বণের মেলায় ঝুলি আর বর্শা হাতে তুমি নেচে বেড়াচ্ছো পথে আর প্রান্তরে। কাশফুলের পাঁপড়িরা উড়ে গেলে বৈশাখী ঝড়ে তুমি ভাবো তোমার খোঁজে আমিও বুঝি ছুটে-ই যাবো! কতো পথ পাড়ি দিয়ে, কতো গাছে, কতো ছাদে ঠেকে…