উঁচু তলায় চোখ রেখে খঁজেছি উত্তরের ডাস্টবিনে, বড় বড় দালানের ছাদে, কখনো কি দখিনা বাতাস অথবা কাক এনে ফেলেছিলো দুর্মূল্য সম্পদ ? পশ্চিমের আস্তাকুড়ে সেই পরিচিত লাশ রাখা আছে। রক্তাক্ত হৃদয়টা তার উড়ে গেছে ঝড়ে। মেঘে মেঘে অনেক হলো বেলা, এখন দুর্গন্ধময় লাশটার পোস্টমর্টেম হতে হবে, হতে হবে তল্লাশ। মানুষটা প্রেমিক ছিলো হৃদয়ের শূণ্যস্থানে অতি স্পষ্ট হৃদয়ের দাগ আছে, অদ্ভুতভাবে…