শোন, আর কখনো চলতি রেলের চেন ধরে তুই টানিস না। বুট চানাচুর বাদাম ভাজা ডাকিস না। স্বপ্নগুলো দে না উড়ে যেতে, কষ্ট হলেও এক্কেবারেই আমায় মনে রাখিস না। সত্যি হলো, উড়ন্ত বক তুই তো শুধু একলা ভালো-বাসিস না। হাত বাড়ালেই আমায় কেন চাস? তোর দু’চোখে, চৈত্র মাসের ঘোর সর্বনাশ। তোর জগতে আমায় নিয়ে ভাবনা সারি সারি, তোর দু’ধারে নদীর মাঝে…