সাদা শাড়িতে তোমাকেও বেশ মানাবে, একদিন ভোরে যখন হেঁটে বেড়ানো মানুষটা আমি, আর উঠবো না আলস্যে বিছানা ছেড়ে, তুমি যেন নাটক ভেবো না। ততোক্ষণে শক্ত শরীর আমার, ভাঁজ ভাঙে না। সাদা শাড়িতে, তোমাকেও বেশ মানাবে সেদিন। তুমি যদি মরো ? আচ্ছা যাও, পরের বার বরাবর… এখনো আমার মনে রূপসী অপ্সরা রমণীর স্বপ্ন আছে, অন্ধকারে কালো হরিণ, ধরবার তাড়া আছে। এবার…